• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড শুক্রবার


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০৫:৪৭ পিএম
জাবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড শুক্রবার

“গণিতের মাঝে বিজ্ঞানের বাস, গণিতে করি মেধার বিকাশ” স্লোগানকে ধারণ করে ৮ম বারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সায়েন্স ক্লাব (জেইউএসসি)। শুক্রবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ জুন) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের অফিস সম্পাদক ও অলিম্পিয়াডের কনভেনার শিক্ষার্থী শাকিল ইসলাম।

শুক্রবার সকাল ৯টা ও বেলা ১১টায় দুইটি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে ২০টি বহুনির্বাচনী প্রশ্ন (নিজ পাঠ্যক্রম) এবং ৬টি গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নোত্তরের মান এক এবং প্রতিটি গাণিতিক সমস্যা সমাধানের মান পাঁচ, মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে।

মেধার ভিত্তিতে প্রতি শ্রেণি থেকে পাঁচজন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। তাছাড়াও, প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট দেওয়া হবে।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় জাবি সায়েন্স ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় উল্লেখযোগ্য অবদান রেখেছে সংগঠনটি। প্রতিবছর একটি বিজ্ঞান সাময়িকী, একটি বিজ্ঞান মেলা, বৃক্ষরোপন কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ ও সায়েন্টিফিক কর্মশালার আয়োজন করে আসছে সংগঠনটি।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!