• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গুচ্ছের ‘সি’ ইউনিটে পাস ৫৯.৪৫ শতাংশ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২, ০৫:৫৫ পিএম
গুচ্ছের ‘সি’ ইউনিটে পাস ৫৯.৪৫ শতাংশ

গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় সর্বমোট পাসের হার ৫৯.৪৫ শতাংশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) ফল প্রকাশ করা হয়। এরই মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার জানান, ‘সি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৬.৭৫ এবং সর্বনিম্ন মাইনাস (-) ৮.৭৫। প্রথম স্থান অধিকার করেছেন ইশিকা জান্নাত। তার রোল ৫২৮৯৩৪ ও কেন্দ্র কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং তার কলেজ ছিল কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ।

তিনি আরও জানান, ‘সি’ ইউনিটে মোট পরীক্ষার্থী আবেদন করেন ৪২ হাজার ১১০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৮ হাজার ৭৩ জন যা মোট আবেদনকারীর ৯২.৬৩ শতাংশ। এছাড়াও অনুপস্থিত ছিলেন ৩ হাজার ১০৭ জন অর্থাৎ ৭.৩৭ শতাংশ।

ড. মো. নাছিম আখতার বলেন, “ভর্তি পরীক্ষায় পাস করেছেন ২৩ হাজার ২২৮ জন। যা পরীক্ষায় অংশগ্রহণকারীর ৫৯.৪৫ শতাংশ। এছাড়াও অকৃতকার্য হয়েছেন ১৫ হাজার ৮৩৯ জন। অর্থাৎ পরীক্ষার্থীদের ৪০.৫৪ শতাংশ। অকৃতকার্য সকলেই ৩০ এর কম নম্বর পেয়েছেন। এদিকে ৬ জন পরীক্ষার্থীর খাতা বাতিল হয়েছে। যা মোট পরীক্ষার্থীর ০.০১ শতাংশ৷ এদের মধ্যে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার, রোল নম্বর ভুল লিখায় ১ জনের খাতা বাতিল ও সেট নম্বর ভুল লিখায় ৩ জনের খাতা মূল্যায়ন করা হয়নি।”

গুচ্ছভুক্ত টেকনিক্যাল সাব কমিটির একাধিক সূত্র জানায়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮০ ও এর ওপরে পেয়েছেন ২৬ জন, ৭৫ ও এর উপরে পেয়েছেন ১৬৩ জন, ৭০ এর উপরে পেয়েছেন ৫৭৯ জন, ৬৫ ও এর উপরে পেয়েছেন ১ হাজার ৪৮৫ জন, ৬০ ও এর ওপরে পেয়েছেন ৩ হাজার ১৩৯ জন, ৫৫ ও এর ওপরে পেয়েছেন ৫ হাজার ৪৮৫ জন, ৫০ ও এর ওপরে পেয়েছেন ৮ হাজার ২৬৮ জন, ৪৫ ও ওর ওপরে পেয়েছেন ১১ হাজার ৩৯৩ জন, ৪০ ও এর ওপরে পেয়েছেন ১৪ হাজার ৯২৮, ৩৫ ও এর ওপরে পেয়েছেন ১৮ হাজার ৮৯৪ জন এবং ৩০ ও এর ওপরে পেয়েছেন ২৩ হাজার ২২৮ জন।

এর আগে, ২০ আগস্ট দেশের ২২টি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ২৫টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ পাস ‘সি’ ইউনিটে এবং এই ইউনিটের সর্বোচ্চ নম্বরও বাকি ইউনিটগুলোর মধ্যে সর্বোচ্চ।

Link copied!