• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার অনশনে বসবেন শাবির সব শিক্ষার্থী


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৫:১৩ পিএম
এবার অনশনে বসবেন শাবির সব শিক্ষার্থী
আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি : সংবাদ প্রকাশ

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত সকল শিক্ষার্থী এবার একযোগে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রেসব্রিফিং করে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস ব্রিফিংকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‍“আমরা আন্দোলনকারী সকল শিক্ষার্থী এবার গণঅনশনে যোগ দেব।” 

বর্তমানে অনশনস্থলে ৮ জন শিক্ষার্থী আছেন ও ২০ জন নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, “চিকিৎসা চলাকালে কোনো অনশনকারী হাসপাতালের খাবার গ্রহণ করেননি।”

এদিকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে মূল ফটক দিয়ে আইডি কার্ড ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এর আগে গতকাল (রোববার) বিকেল থেকে উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে মানবদেয়াল তৈরি করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য। সন্ধ্যা সাড়ে ৭টায় বিচ্ছিন্ন করে দেওয়া হয় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ। এতে ইন্টারনেটের সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপাচার্যের বাসভবনে পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

উপাচার্যের বাসভবনের ভেতরে যাতায়াতের সড়কে শিক্ষার্থীরা রাতভর অবস্থান করেছেন। তবে বিদ্যুৎবিহীন থাকতে হয়নি উপাচার্যকে। এ সময় বিকল্প ব্যবস্থা হিসেবে তার বাসভবনে জেনারেটরের ব্যবস্থা করে দিয়েছিলেন এক শিক্ষক। 

Link copied!