• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

এপ্রিলের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য এন্ট্রির নির্দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ০৪:০৭ পিএম
এপ্রিলের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য এন্ট্রির নির্দেশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হালনাগাদ তথ্য আগামী ৩০ এপ্রিলের মধ্যে এন্ট্রির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

মঙ্গলবার (৫ এপ্রিল) অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারির পর বুধবার (৬ এপ্রিল) তা প্রকাশিত হয়েছে।

আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ব্যবহৃত সব অনলাইন সফটওয়্যারকে একটি একক প্ল্যাটফর্মে নেওয়ার উদ্যোগ হিসেবে ইন্ট্রিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা আইপিইএমআইএস প্রস্তুত করা হয়েছে এবং অনলাইনে সব তথ্য এন্ট্রি বা হালনাগাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সব উপজেলা শিক্ষা অফিসারকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে তার উপজেলার সব বিদ্যালয়ের যাবতীয় তথ্য, শিক্ষক তথ্য ও ২০২২ সালের এপিএসসি তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হলো।

এছাড়া আরও জানা গেছে, নির্ধারিত ওয়েবসাইটে (login.ipemis.dpe.gov.bd) প্রবেশ করে তথ্য এন্ট্রি করতে হবে। ওয়েবসাইটে তথ্য সেবা ও জিজ্ঞাসা (Help Service & FAQ) কার্ডে প্রবেশ করে উপজেলা শিক্ষা কর্মকর্তারা ইউজার লগইন ও ডাটা এন্ট্রি বা হালনাগাদ সংক্রান্ত ম্যানুয়াল এবং ভিডিও টিউটোরিয়াল থেকে বিস্তারিত জানতে পারবেন।

Link copied!