• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২২, ০৩:৩৪ পিএম
ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন

গুচ্ছের অধীন ২০২১-২২ শিক্ষাবর্ষের (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

শনিবার (৩০ জুলাই) অনুষ্ঠিতব্য ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে মোট ৪ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, “২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করতে আমাদের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এবারে মোট ৪টি কেন্দ্র—পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, অনুষদ ভবন এবং মীর মশাররফ হোসেন ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল টিম কাজ করবে।

অধ্যাপক ড. জাহাঙ্গীর আরও বলেন, “পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অভ্যন্তরে কোনো ধরনের দোকানপাট খোলা যাবে না ও অস্থায়ী দোকান স্থাপন করা যাবে না।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!