বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার এবং আগের পেনশন স্কিম চালু রাখার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষকদের টানা তিন দিনের অর্ধদিবস কর্মবিরতির প্রথম দিনের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে শিক্ষক শিক্ষার্থীদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। তবে শ্রেণি পরীক্ষাসহ সকল পরীক্ষা এই কর্মবিরতি আওতামুক্ত থাকায় বেশ কিছু বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা বলেন, “আমরা আজ থেকে আগামী ২ দিনসহ মোট অর্ধ দিবস কর্ম বিরতি এবং আগামী ৩০ তারিখ পূর্ণদিবস কর্ম বিরতি পালন করব। এরমধ্যে সরকারের পক্ষ থেকে এই সার্বজনীন পেনশন বাতিল না করা হলে আমরা আগামী ১ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করব। সর্বাত্মক কর্মবিরতির সময় সব শিক্ষক নিজেদের প্রশাসনিক সকল দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন এবং পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।”
এর আগে ৫ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫, ২৬, ও ২৭ জুন অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে। পরীক্ষা সমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে এবং আগামী রোববার (৩০ জুন) পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করা হবে। পরীক্ষা সমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। তবে সোমবার (১ জুলাই) তারিখ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে। এই সময় সব ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কাজসহ সবকিছু বন্ধ রাখবেন শিক্ষকেরা।
গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়। আগামী ১ জুলাই থেকে নিয়োগপ্রাপ্তরা এই স্কিমের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবেন বলে জানানো হয়।