• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওয়াইজেএফবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্লাবন ও সম্পাদক জুঁই


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৭:৩৫ পিএম
ওয়াইজেএফবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্লাবন ও সম্পাদক জুঁই
এস এম মোজতাহীদ প্লাবন ও জান্নাত জাহান জুঁই। ছবি : প্রতিনিধি

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম মোজতাহীদ প্লাবনকে সভাপতি ও সান নিউজ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাত জাহান জুঁইকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইসরাফিল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে স্থান পাওয়া অন্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ পদে মুতাসিম বিল্লাহ (ক্যাম্পাস টাইমস), সাংগঠনিক সম্পাদক পদে রোহান চিশতী (বিভিনিউজ২৪ডটকম), সাংগঠনিক সম্পাদক পদে রাহাত চৌধুরী (প্রতিদিনের সংবাদ), প্রশিক্ষণ ও দপ্তর সম্পাদক পদে মুমিন ইসলাম সবুজ (এডুকেশন টাইমস), তথ্য ও প্রচার সম্পাদক ওমর তারিক (দৈনিক নবযুগ) এবং আইসিটি ও সমাজকল্যাণ সম্পাদক পদে নুশরাত জাহান সিনথিয়া (দৈনিক কালবার্তা)।

এ ছাড়া নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ।

নবগঠিত কমিটির সভাপতি এস এম মোজতাহীদ প্লাবন বলেন, “এটা সাংবাদিকদের একটি ওয়েলফেয়ার সংগঠন। হলুদ সাংবাদিকতা রুখতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। এক্ষেত্রে বিভিন্ন জেলা-উপজেলা এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের মেলবন্ধনের প্লাটফর্ম হিসেবে এটি কাজ করবে।”

সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাত জাহান জুঁই বলেন, “সাংবাদিকরা হচ্ছেন জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে। সংবাদ সাজানো বা উপস্থাপনার ক্ষেত্রে তথ্যের সত্যতা, শব্দ প্রয়োগ এবং বস্তুনিষ্ঠতা খুব গুরুত্বপূর্ণ। যারা প্রতিনিধিত্ব করছেন তাদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব অনেক বেশি।  মহৎ পেশা হিসেবে সাংবাদিক পরিচয় দেওয়াটা নিঃসন্দেহে গর্বের। কিন্তু পকেট কাটা পক্ষপাত সাংবাদিকতা কলঙ্কের। আমি বিশ্বাস করি, বিভ্রান্তি না বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাংবাদিকরা দেশ ও সমাজের সত্যিকার দর্পণ হবে।”

Link copied!