• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জবিতে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ০৯:২৯ পিএম
জবিতে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
ওয়ার্কশপে কথা বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এপিএ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাদেকা হালিম। ছবি : সংবাদ প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) আওতায় এবং অভিযোগ নিষ্পত্তিবিষয়ক ফোকাল পয়েন্টের আয়োজনে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উপাচার্যের কনফারেন্স রুমে ওয়ার্কশপ আয়োজিত হয়।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে ওয়ার্কশপটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এপিএ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাদেকা হালিম। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী।

ওয়ার্কসপে রিসোর্স পারসন হিসেবে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ ‘অভিযোগ প্রতিকার প্রক্রিয়া: একটি শোভন বিশ্ববিদ্যালয়ের জন্য’ শীর্ষক আলোচনা বিভিন্ন স্লাইডের মাধ্যমে প্রদর্শন করেন।

ওয়ার্কশপটি সঞ্চালনা করেন সহকারী প্রক্টর কাজী ফারুক হোসেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!