বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে। প্রথম ও দ্বিতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক-কর্মচারীরা আগামী সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাঈদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের এ কর্মকর্তা বলেন, ‘ইএফটিতে মাসের এক তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও আপাতত এটি চালু করা যাচ্ছে না। এ জন্য আরও সময় লাগবে। প্রথম ও দ্বিতীয় ধাপে যারা ইএফটিতে বেতন পেয়েছেন, তারা আগামী সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারেন। দ্রুত সময়ের মধ্যে বেতন ব্যাংকে পাঠানোর জন্য আমরা চেষ্টা করছি।’
ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক-কর্মচারীদের তথ্য সংশোধনে সময় বেধে দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধিত না হলে ইএফটিতে বেতন-ভাতা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।