• ঢাকা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৪ চৈত্র ১৪৩০, ২৭ রমজান ১৪৪৬

বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বেতন-বোনাস কবে পাবেন, জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ১০:৩৮ এএম
বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বেতন-বোনাস কবে পাবেন, জানা গেল
লোগো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাসের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার (২৭ মার্চ) তারা ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাসের অর্থ পেতে পারেন।

সোমবার (২৪ মার্চ) এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান।

ইএমআইএস সেল প্রধান বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আরও কয়েকটি ধাপ রয়েছে। এর মধ্যে আইবাস থেকে তথ্য প্রেরণ অন্যতম। আইবাসের তথ্য প্রেরণের ক্ষেত্রে টেকনিক্যাল কিছু ইস্যু তৈরি হয়েছে। আমরা সেটি সমাধান করে দ্রুত বেতন-বোনাস ছাড়ের চেষ্টা করছি। মঙ্গলবার (২৫ মার্চ) কাজ শেষ করা গেলে বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের উৎসব ভাতা পাবেন।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

Link copied!