• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতের ২ প্রতিষ্ঠানের কাজ পাওয়া সম্পর্কে যা বললেন এনসিটিবি চেয়ারম্যান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ১১:৪৬ এএম
ভারতের ২ প্রতিষ্ঠানের কাজ পাওয়া সম্পর্কে যা বললেন এনসিটিবি চেয়ারম্যান
ছবি : সংগৃহীত

নতুন বছরের জন্য প্রায় ৩৫ কোটি বই ছাপানোর উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বইগুলোর মধ্যে প্রায় এক কোটি বই ভারতীয় দুই প্রতিষ্ঠনকে ছাপানোর কাজ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান  অধ্যাপক রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন, “ভারতীয় দুই প্রতিষ্ঠান অনেক আগে থেকেই বই ছাপানোর কাজ করছে। খুব সম্ভবত ২০০৯ সাল থেকে। সেই ধারাবাহিকতায় এবারও তারা কাজ পেয়েছেন। আমি এনসিটিবির চেয়ারম্যান হওয়ার আগেই তাদের কাজ দেওয়া হয়েছে।”

জানা গেছে, প্রাথমিকের প্রায় এক কোটি পাঠ্যবই ছাপবে প্রিতম্বর বুকস প্রাইভেট লিমিটেড ও পাইওনিয়ার প্রিন্টার্স নামে ভারতীয় দুটি প্রকাশনী প্রতিষ্ঠান। আন্তর্জাতিক টেন্ডার আহ্বান ও মূল্যায়ন শেষ করে ১৭টি লটে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির বই ছাপার কাজ পেয়েছে তারা। এনসিটিবির কর্মকর্তাদের যোগসাজশে তারা কাজ পেয়েছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের। 

Link copied!