• ঢাকা
  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউস সানি ১৪৪৬

প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে যা বললেন উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৩:১৮ পিএম
প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে যা বললেন উপদেষ্টা
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেছেন, “প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুরু হচ্ছে না। একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে। সার্বিক অস্থিরতা না কমলে শিশুদের স্কুলে পাঠাতে আগ্রহী হবেন না অভিভাবকরা। আমরা সবার সঙ্গে আলোচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত বাস্তবায়ন করব।”

সোমবার (১২ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিজের কাজের পরিকল্পনা জানিয়ে বিধান রঞ্জন বলেন, “মন্ত্রণালয়ের কাজটা বুঝব, এরপর কাজ শুরু করব। কর্মকৌশল ঠিক করে সবার সহযোগিতা নিয়ে কাজ করব।”

এসময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, “কাজের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে। প্রাথমিক শিক্ষা যেকোনো দেশের ভীত। এই মুহূর্তে শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে হবে, যেন শিক্ষার্থীরা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে।”

Link copied!