• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘প্রবীণদের প্রতি আমাদের নৈতিক বাধ্যবাধকতা থাকা প্রয়োজন’


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৪:৫১ পিএম
‘প্রবীণদের প্রতি আমাদের নৈতিক বাধ্যবাধকতা থাকা প্রয়োজন’
সিএসই বিভাগের ভার্চুয়াল কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ছবি : প্রতিনিধি

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ এবং সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের যৌথ আয়োজনে ‘দ্রুত পরিবর্তনশীল বাংলাদেশের প্রেক্ষাপটে প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা : প্রাতিষ্ঠানিক পরিচর্যা কী বিকল্প হতে পারে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এ বছর প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ।’

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা।

রেজাউল করিম বলেন, “বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সভা সেমিনার আয়োজনের মাধ্যমে সমাজে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন বার্তার মাধ্যমে পদক্ষেপ নেওয়া যায়। পারিবারিকভাবে সঠিক শিক্ষাদানের মাধ্যমে বয়োবৃদ্ধদের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা যায়। আর প্রবীণদের প্রতি আমাদের নৈতিক বাধ্যবাধকতা থাকা প্রয়োজন।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

Link copied!