• ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৭ শা'বান ১৪৪৬

বাড়ি ফেরা হলো না বিশ্ববিদ্যালয় ছাত্রী তানিয়ার


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১২:০৯ পিএম
বাড়ি ফেরা হলো না বিশ্ববিদ্যালয় ছাত্রী তানিয়ার
লোগো

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সিএনজি ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে রেহানা আক্তার তানিয়া (২৫) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নাজিরহাট পৌরসভার আজমরোড রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে পারভেজ নামে এক যুবকের শরীর থেকে হাতের কবজি আলাদা হয়ে যায়।

জানা যায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পথচারীরা তিন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করে। এতে আহত হয়েছে আরও দুজন। পরে আহত পারভেজকে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী দ্রুতগামী টেম্পো বিবিরহাটগামী সিএনজির সামন থেকে চাপা দিলে এই দুর্ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় অঞ্জনা দাস নামের এক নারীও গুরুতর আহত হয়। রেহানা আক্তার তানিয়ার বাড়ি ফটিকছড়ির রাঙ্গামাটিয়া কামরাঙ্গা পাড়ায়। তিনি চবির সমাজতত্ত্ব বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সহপাঠী থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত তানিয়ার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত চবি ছাত্রীর স্বজন এনামুল হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আমার ভাগ্নি তানিয়া মারা গেছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি হাটহাজারী হলেও ফটিকছড়িতে নানার বাড়িতে থেকে লেখাপড়া করত।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন জানান, টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!