যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড ২০২৪ সালে ৭৫ জন শিক্ষার্থীকে ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ দেবে। এ স্কলারশিপে শিক্ষার্থীরা প্রতিবছর ১০ হাজার পাউন্ড বৃত্তি পাবেন যা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৭৪ হাজার ৪১৪ টাকা।
আবেদনের যোগ্যতা
ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ প্রোগ্রামটি ২০২৪ সালের অটাম সেশনে শুরু হবে।
মেডিসিন ও ডেন্টিস্ট্রি ছাড়া সব স্নাতক ডিগ্রি এ প্রোগ্রামের আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের অবশ্যই নিজের অর্থে টিউশন ফি পরিশোধ করতে হবে।
তৃতীয় পক্ষের দ্বারা স্পনসরশিপ গ্রহণযোগ্য নয়।
আবেদনকারীদের অবশ্যই প্রথম বা দ্বিতীয় বছরে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে একটি ডিগ্রি প্রোগ্রামে প্রবেশ করতে হবে।
২০২৩ সালের অটাম সেশনে আবেদন শুরু হবে এবং ২২ এপ্রিল, ২০২৪, বেলা ১টা (ইউকে সময়) পর্যন্ত আবেদন করা যাবে। স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে ১৫ মে ২০২৪। কেউ স্কলারশিপ পেলে আবেদনকারীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বৃত্তির অফার গ্রহণ করতে হবে।