• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

কবি নজরুল কলেজ ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিষ্কার


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ০৯:২২ এএম
কবি নজরুল কলেজ ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিষ্কার

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাত নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার (২৯ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদপ্তর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল সরকারি কলেজ শাখার রাফি উজ সাকলাইন (সাংগঠনিক সম্পাদক, কবি নজরুল সরকারি কলেজ শাখা), তন্ময় হোসেন, রুদ্র দেব নাথ, মিঠু হোসেন, ফয়সাল মাহমুদ, আশিকুর রহমান আশিক ও আশরাফ পাটোয়ারীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।

এর আগে, শুক্রবার (২৮ জুলাই) আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফিরে সংঘর্ষে লিপ্ত হয় কবি নজরুল কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে কবি নজরুল কলেজ ছাত্র সংসদের ভেতরে অবস্থিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!