• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাবির ট্রান্সজেন্ডার কোটায় রূপান্তরকামীরা আবেদন করতে পারবেন না


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪, ০৫:৩১ পিএম
ঢাবির ট্রান্সজেন্ডার কোটায় রূপান্তরকামীরা আবেদন করতে পারবেন না
প্রতীকী ছবি

গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চালু হওয়া ট্রান্সজেন্ডার/তৃতীয় লিঙ্গের কোটায় শুধু জন্মগতভাবে লিঙ্গ বৈচিত্র্যের অধিকারী শিক্ষার্থীরাই ভর্তির আবেদন করতে পারবেন। স্বেচ্ছায় নিজেকে পরিবর্তন বা বিকৃত করা কোনো ট্রান্স নারী বা পুরুষ এই কোটায় আবেদনের সুযোগ পাবেন না।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঢাবি ট্রান্সজেন্ডার/হিজড়া কোটায় ভর্তির বিষয়ে বিভ্রান্তি নিরসন প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক শিক্ষার্থীর গত বছরের ২১ ডিসেম্বর এক পত্রের পরিপ্রেক্ষিতে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ট্রান্সজেন্ডার/তৃতীয় লিঙ্গ কোটায় ভর্তি বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, ২০২২-২০২৩ সেশন থেকে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার/তৃতীয় লিঙ্গ কোটা প্রচলন করা হয়।

এতে আরও বলা হয়, কেবল জন্মগতভাবে লিঙ্গ বৈচিত্র্যের অধিকারী শিক্ষার্থীরা ট্রান্সজেন্ডার/তৃতীয় লিঙ্গ কোটায় ভর্তির আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কোটা শনাক্তকরণে সরকারের সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত তৃতীয় লিঙ্গ (গেজেট নং সকম/কর্ম- ১শা/তৃতীয় লিঙ্গ-১৫-২০১৩-৪০) পরিচয়পত্র অবশ্যই দাখিল করতে হবে।

Link copied!