• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

বাআবিঅফের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে শাবির তিন কর্মকর্তা


শাবি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩, ০৮:০৩ পিএম
বাআবিঅফের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে শাবির তিন কর্মকর্তা

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের (বাআবিঅফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ২০২৩-২৪ সেশনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনজন কর্মকর্তা মনোনীত হয়েছেন।

এর মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি ও হিসাব শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ মোর্শেদ আহমেদ।

অপরদিকে, কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক এম তাজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম উজ্জ্বল মনোনীত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) বিকালে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইকরাম বলেন, “গত ২২ জুলাই সবার সম্মতিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয়। এরপর শনিবার বর্তমান সভাপতি ও মহাসচিব, সাবেক সভাপতি ও মহাসচিব এবং নির্বাচন কমিশনের দ্বারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!