অছাত্রদের হল ছাড়তে ফের নির্দেশ জাবি প্রশাসনের


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০৮:৪২ পিএম
অছাত্রদের হল ছাড়তে ফের নির্দেশ জাবি প্রশাসনের

অছাত্রদের আগামী সাত দিনের মধ্যে হল ছাড়তে আবারও নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। সোমবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ এক অফিস আদেশে এ তথ্য জানান।

অফিস আদেশে বলা হয়, গত ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রভোস্ট কমিটির যৌথ সভা আয়োজিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল শিক্ষার্থী স্নাতকোত্তর পরীক্ষা সমাপ্ত করেছে কিংবা নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করছে তাদের আগামী ৭ দিনের মধ্যে হল ছাড়ার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হলো।

সাত দিনের মধ্যে হল না ছাড়লে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞাপ্তিতে জানানো হয়।

এর আগে গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ  স্বাক্ষরিত এক অফিস আদেশে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদের সাত দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। 

Link copied!