• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইবি লেকের নাম হবে ‘মীর মুগ্ধ সরোবর’


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৭:২০ পিএম
ইবি লেকের নাম হবে ‘মীর মুগ্ধ সরোবর’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মফিজ লেকের নতুন নাম ‘মীর মুগ্ধ সরোবর’ রাখা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। শুক্রবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের অন্যতম একটি স্থান হলো লেক। যেটি বর্তমানে মফিজ লেক নামে পরিচিত। আমি বিভিন্ন জায়গায় এ বিষয়ে কথা বলেছি, আর লেকটির নাম ‘মীর মুগ্ধ সরোবর’ রাখার প্রস্তাব করেছি। এর আগেও আমি বোটানিক্যাল গার্ডেনের নামটি জুলাই আন্দোলনের সঙ্গে মিল রেখে ‘জুলাই উদ্যান-২৪’ নামকরণ করেছি।”

উপাচার্য আরও বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতার জন্য আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। আর এই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে আগামীতেও আমরা কাজ করতে চাই। এ আন্দোলনের মূল লক্ষ্য বৈষম্যহীন একটি সমাজ গঠন করা। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যেতে চাই। ইসলামী বিশ্ববিদ্যালয়কে বৈষম্যহীন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সকলের সহযোগিতা নিয়ে একত্রে কাজ করব।”

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, “জুলাই আন্দোলনে মীর মুগ্ধর ভূমিকা ছিল অনস্বীকার্য। তারই প্রেক্ষিতে পরবর্তী প্রজন্মের জন্য তার নামটি স্মরণ রাখতে এ ধরনের কাজ প্রশংসার দাবি রাখে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!