• ঢাকা
  • রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩০, ২৬ রজব ১৪৪৬

দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সিনথী-লিয়ন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৯:০৩ পিএম
দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সিনথী-লিয়ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জাবির লোকপ্রশাসন বিভাগের ৪৯তম আবর্তনের সুমাইয়া আক্তার সিনথীকে সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫০তম আবর্তনের মো. জোবায়ের ইসলাম লিয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির উপদেষ্টা মণ্ডলিতে রয়েছেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডু, সিএসই বিভাগের অধ্যাপক ড. আবু সায়েদ মো. মোস্তাফিজুর রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবুল আনাম, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আবু সায়েফ মো. মুস্তাকিমুল বারি চৌধুরী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জনাব নুসরাত রহমান, চারুকলা বিভাগের প্রভাষক অসীম চন্দ্র রায়।

দিনাজপুর জেলা সমিতির সভাপতি সুমাইয়া আক্তার সিনথী বলেন, “দায়িত্ব নিতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। এটি শুধু একটি পদ নয়, বরং দিনাজপুরের অসাধারণ মানুষদের ঐক্যবদ্ধ করা, সহযোগিতা করা এবং তাদের প্রতিনিধিত্ব করার একটি দায়িত্ব। আমাদের এই বন্ধনকে আরও শক্তিশালী করা, আমাদের সংস্কৃতিকে উদ্‌যাপন করা এবং উন্নয়ন ও সহযোগিতার সুযোগ তৈরি করতে কাজ করব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা ও মতামত আমাদের পথচলার পাথেয়। চলুন, একসাথে কিছু অসাধারণ সৃষ্টি করি।”

সাধারণ সম্পাদক মো. জোবায়ের ইসলাম লিয়ন বলেন, “দিনাজপুর আমার স্বত্তার অংশ, আমার শিকড়, আমার গর্ব। এই মাটির সংস্কৃতি, ঐতিহ্য আর মানুষের ভালোবাসা আমাকে সবসময় পথ দেখায়। দিনাজপুরের প্রতিটা সাফল্য আর প্রতিটা গল্প আমার জন্য বিশাল এক অনুপ্রেরণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা সমিতি সেই ভালোবাসার সম্প্রসারিত রূপ।” 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!