• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিন্যাপ্স র‌্যাংকিং: বুয়েটকে পিছনে ফেলে দ্বিতীয় শাবিপ্রবি


শাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ০৪:২৮ পিএম
সিন্যাপ্স র‌্যাংকিং: বুয়েটকে পিছনে ফেলে দ্বিতীয় শাবিপ্রবি
সিন্যাপ্সের প্রকাশিত র‌্যাংকিং এর চিত্র। ছবি: প্রতিনিধি

জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপ্সের প্রকাশিত র‌্যাংকিং এ বুয়েটকে পিছনে ফেলে দ্বিতীয় অবস্থানে আছে উত্তর পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপিঠ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। র‌্যাংকিংয়ে প্রথমে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

সম্প্রতি সিন্যাপ্সের প্রকাশিত ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। সিন্যাপ্সের প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যায় দেশের ১৪৬টি কলেজ-বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে সেখানে। এর মধ্যে শীর্ষ ১০-এ একটি বেসরকারি ও একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ছাড়াও আছে আরও ৮টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়

সিন্যাপ্সের তথ্য মতে, শাবিপ্রবি এবার ১৭ ধাপ এগিয়ে ৩৬৩১রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩১ধাপ এগিয়ে ৩৯৯৯রেটিং নিয়ে প্রথম অবস্থানে আছে।

র‌্যাংকিংয়ের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!