• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাবিতে নুরের ওপর হামলা, আহত ৩০


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০৬:০২ পিএম
ঢাবিতে নুরের ওপর হামলা, আহত ৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে গণঅধিকার পরিষদ।

বুধবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অবস্থায় ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা হলেন, উচ্চতর পরিষদের সদস্য আব্দুর জাহের (৩০), ছাত্র অধিকার পরিষদের নেতা মেহেদী হাসান (২৩), রাকিব (২৫), তোফায়েল আহমেদ (২৫), মো. রাকিব (২৮), সাব্বির (২৫), সাদ (২৩), তুহিন (২৫), ইউসুফ (২৩), আকাশ (২২) ও পথচারী কামরুজ্জামান (৩৫)।

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান বলেন, “আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে আমাদের কর্মসূচি ছিল। এ সময় শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলে দেখতে পাই ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্য দখল করে রেখেছে। পরে ভাস্কর্যের পাশ দিয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা যাওয়ার পথে ডাচের সামনে ছাত্রলীগ বাঁধা প্রদান করে। একপর্যায়ে তার মারধর শুরু করে। এতে প্রায় ৩১ জনের মতো আহত হয়েছেন।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সাংবাদিকদের বলেন, “ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে, এটা মিথ্যা কথা। নুরুল হক নুরের নেতৃত্বে কিছু বহিরাগত প্রবেশ করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। তখন বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করেন।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!