• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

জবিতে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৭:৩৩ পিএম
জবিতে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি বাতিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ট্রেজারার, অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে এ ঘোষণা দেন।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ বৈঠকে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।

এ সময় শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত ১৩ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ৫টি দাবি বাস্তবায়নে বুধবার (১৪ আগস্ট) বিকেল পর্যন্ত আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

পাঁচ দাবিগুলো হলো
১. ছাত্র-শিক্ষক, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বাতিল করতে হবে। ২. নৃবিজ্ঞান বিভাগের শিক্ষিকা নাজমুন নাহার লিপিকে স্থায়ী বহিষ্কার। 
৩. দলীয় নিয়োগ বাতিল করতে হবে। 
৪. ক্যাম্পাসের সামনের সব লেগুনা/বাস স্ট্যান্ড বন্ধ করতে হবে। 
৫. ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস শুরু করতে হবে।

এর মধ্যে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক -কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা দেন ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী। এতে সম্মতি জানান বৈঠকে উপস্থিত সকল অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ উপদেষ্টারা।

এছাড়া আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে জকসু (ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে বলে জানান ট্রেজারার। একইসঙ্গে আগামী ১৮ আগস্টের মধ্যে ক্লাস শুরুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়।

বাকি ৪টি দাবি শিক্ষার্থীদের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে নেওয়ার আশ্বাস দেন।

Link copied!