• ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০, ২৩ শা'বান ১৪৪৬

জবি ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বানান ভুলের ছড়াছড়ি


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৫:৩৯ পিএম
জবি ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বানান ভুলের ছড়াছড়ি
ছাত্রদলের লোগো। ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ‘আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও অমর একুশে কুইজ প্রতিযোগিতা’ আয়োজনের সংবাদ বিজ্ঞপ্তিতে একাধিক বানান ভুল লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব সামসুল আরেফিন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে আমন্ত্রণ জানানো হয় এবং অংশগ্রহণের আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে বেশ কিছু বানান ভুল দেখা যায়, যা পাঠকের নজরে আসে। 

বিজ্ঞপ্তিতে ‘খ্রিস্টাব্দ’র জায়গায় ‘ইং’ শব্দটি ব্যবহৃত হয়েছে যা সঠিকভাবে লেখা হয়নি। ‘সামাজিক যোগাযোগ প্রযুক্তি মাধ্যম’র জায়গায় ‘সামাজিক যোগাযোগমাধ্যম’ হবে। ‘উপলক্ষ্যে’র জায়গায় ‘উপলক্ষে’ হবে।  ‘করে’ শব্দটি ভুলভাবে ব্যবহৃত হয়েছে, এটি ‘করেছে’ বা ‘করবে’ হওয়া উচিত। ‘বিশেষ ভাবে’ আলাদা করে লেখা হয়েছে, যা সঠিকভাবে ‘বিশেষভাবে’ হওয়া প্রয়োজন। এমনকি শুরুতে শেষের উদ্ধৃতি চিহ্ন দিতেও দেখা গেছে।

 

বিজ্ঞপ্তিতে এমন বানান ভুল দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে। আগামীতে এ বিষয়গুলোর প্রতি সংশ্লিষ্টরা নজর দেবেন, এমনটাও আশা করেছেন অনেকে।

এদিকে দলীয় বিজ্ঞপ্তিগুলো আরও মনোযোগ দিয়ে সম্পাদনা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “এটা আমরা ভুল করিনি, সেখানে প্রযুক্তিকে বোঝানোর স্বার্থেই প্রযুক্তি দিয়েছি। বাকি বানানও ঠিকই আছে।”  

Link copied!