• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

র‍্যাগিং করায় ৬ শিক্ষার্থীকে থানায় সোপর্দ


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০২:৫৮ পিএম
র‍্যাগিং করায় ৬ শিক্ষার্থীকে থানায় সোপর্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে র‍্যাগিং করায় ছয় শিক্ষার্থীকে থানা সোপর্দ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৩৩০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ বর্ষের শরীফ শেখ (শিহান) সাব্বির হোসেন, লিমন হোসেন, কান্ত বড়ুয়া, সাকিব খান এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ বর্ষের সঞ্চয় বড়ুয়া।

জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ভুক্তভোগীদের লালন শাহ হলের ৩৩০ নম্বর রুমে ডাকেন অভিযুক্তরা। পরে তাদের ওপর সাব্বির ও সঞ্চয় শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে অভিযোগ ওঠে।

এ সময় ভুক্তভোগীদের মধ্যে একজনকে পাঁচ রকম হাসি দিতে বলা হয়, আরেকজনকে কল দিয়ে বাজে ভাষা বলতে বলা হয় ও আরেকজনকে নাচতে বলা হয়। একপর্যায়ে হলের সিনিয়র শিক্ষার্থী হাসানুল বান্না উপস্থিত হয়ে তাদের হাতেনাতে ধরেন এবং পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা অভিযুক্তদের থানায় পুলিশি হেফাজতে সোপর্দ করেন।

র‍্যাগিংয়ের বিষয়ে শিক্ষার্থী হাসানুল বান্না বলেন, “আমার কাছে অভিযোগ আসে হলের ৩৩০ নম্বর রুমে র‍্যাগিং চলছে। আমি সেখানে গিয়ে দেখি, সাব্বির এবং সঞ্চয় মিলে ওদের র‍্যাগ দিচ্ছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযুক্তদের থানায় পুলিশি হেফাজতে সোপর্দ করা হয়।”

ইবি থানার ডিউটি অফিসার এসআই মাসুদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কাছে ছয়জনকে নিয়ে এসেছে। তাদের থানায় পুলিশি হেফাজতে নিরাপদে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Link copied!