• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

জবিতে সিরাত সম্মেলন, আসছেন শায়খ আহমাদুল্লাহ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০১:১০ পিএম
জবিতে সিরাত সম্মেলন, আসছেন শায়খ আহমাদুল্লাহ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো সিরাত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৪ অক্টোবর। এতে প্রধান অতিথি থাকবেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে সিরাত সম্মেলন শুরু হবে। এতে আরও উপস্থিত থাকবেন শায়েখ প্রফেসর মোখতার আহমাদ এবং শায়েখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

এ ছাড়া জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ছালাহ উদ্দীন ও বাহাদুর শাহ পার্ক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. আমানুল হক।

আয়োজকরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সিরাত সম্মেলন হতে যাচ্ছে। এখানে নারীদের জন্য আলাদা বসার স্থান করা হয়েছে।

আয়োজকদের একজন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আহমেদ ওমর বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় প্রথমবারের মতো সিরাত সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে। পূর্ববর্তী সরকারের ইসলামবিদ্বেষী মনোভাবের কারণে ক্যাম্পাসে সিরাত মাহফিলসহ উল্লেখযোগ্য কোনো ধরনের ইসলামি অনুষ্ঠানের আয়োজন হয়নি।”

Link copied!