• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

চবির হলে সিলগালা


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০৬:৩২ পিএম
চবির হলে সিলগালা
চবির হলে সিলগালা। ছবি : প্রতিনিধি

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে অস্থিরকর পরিবেশ বিবেচনায় বুধবার (১৭ জুলাই) হলত্যাগের নির্দেশে একটি প্রজ্ঞাপন জারির পর সিলগালা করে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হলগুলো। হল থেকে নির্দেশের পর বেশিরভাগ শিক্ষার্থীই বাসায় চলে যান।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে ছেলেদের হলগুলো সিলগালা করে দেয় হল কর্তৃপক্ষ। তবে যেসব রুমে এখনো শিক্ষার্থী আছে, সেসব রুম এখনো সিলগালা করা হয়নি।

এ বিষয়ে শাহ আমানত হলের আবাসিক শিক্ষক অভিজিৎ বড়ুয়া বলেন, “যেসব রুমে শিক্ষার্থীরা নেই, সেসব রুম আমরা সিলগালা করে দিচ্ছি। আর যেসব রুমে শিক্ষার্থীরা আছে, তাদের তথ্য আমাদের নিতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তারা রুমে থাকতে পারবে কি না, এটা প্রশাসন বলতে পারবে।”

এর আগে বুধবার সারা দেশে অস্থিরকর পরিবেশ বিবেচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন সকাল ১০টা থেকে জরুরি সিন্ডিকেট সভা করে সিদ্ধান্ত নেয় যে, মেয়েদের বিকেল ছয়টা এবং ছেলেদের রাত ১০টার মধ্যে হল ছাড়তে হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!