• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শাবির পিএসএস অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত


শাবি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩, ০৮:৩৮ পিএম
শাবির পিএসএস অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের (পিএসএস) প্রাক্তন (অ্যালামনাই) শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দিনব্যাপী শাবিতে পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠান উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এক আলোচনা সভায় এ পুনর্মিলনীর উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ও পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. জহিরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, সম্মানিত অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. দিলারা রহমান, পিএসএস বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন এবং বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যালামনাইয়ের কোষাধ্যক্ষ ও পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “পিএসএস বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের একসঙ্গে দেখতে পেয়ে আনন্দ লাগছে। জেনেছি, কর্মক্ষেত্রেও সবাই ভালো করছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনামও বাড়ছে। এছাড়া এ বিশ্ববিদ্যালয়ের আউটকাম বেসড অ্যাকাডেমিক কারিকুলামকে প্রতিনিয়ত অগ্রগতির দিকে নিয়ে যেতে অ্যালামনাইদের গঠনমূলক পরামর্শ আমরা গ্রহণ করছি। আশা করি, অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পরামর্শ ও আর্থিক সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করবেন।”

পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. জহিরুল হক বলেন, “বহুদিন পর প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হতে পেরে ভালো লেগেছে। আজকের পুনর্মিলনীতে সবাই অংশগ্রহণ করায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।”

আলোচনা সভা শেষে অ্যালামনাইদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এরপর বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা সভা হয়। পরবর্তীতে বিকাল ৫টায় অ্যালামনাইয়ের সাধারণ সভা ও রাতের খাবারের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!