• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শাবির নবীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জয়, সম্পাদক রিমি


শাবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ১২:৩২ পিএম
শাবির নবীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জয়, সম্পাদক রিমি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নবীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নবীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ এর ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জয় পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার রিমি মনোনীত হয়েছেন।

শনিবার (১ এপ্রিল) সকালে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিন, সহ-সভাপতি মাজহার আলী শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুনায়েদ, নয়ন দাশ, সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক ফুলেন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক জীবন দেব, কোষাধ্যক্ষ রবিন ভট্টাচার্য, দপ্তর সম্পাদক সুস্মিতা ভট্টাচার্য মৌ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাসান, নারীবিষয়ক সম্পাদক তিন্নি রানী নাথ, শিক্ষাবিষয়ক সম্পাদক শর্মী চৌধুরী।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, রিত্তিক দাশ, সাগর দাশ, রাজীব দাশ, আক্তার হোসেন কায়েছ, দীপায়ন দাশ জীবন, মো. খালেক এবং সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন পান্না চন্দ্র শীল, সুমন চন্দ্র দাশ, মোস্তাফিজুর রহমান তারেক।

শুক্রবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি এর ১০০১নং কক্ষে অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও নবীন বরন অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি পান্না চন্দ্র শীল।

Link copied!