• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে কুবির সাত নির্দেশনা


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০৩:৫৬ পিএম
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে কুবির সাত নির্দেশনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ২০ মে, ২৭ মে ও ৩ জুন। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সাতটি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি৷ 

বৃহস্পতিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি কুবির সদস্য সচিব মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনাসমূহ দেওয়া হয়৷

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনাসমূহ হলো- পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা চলাকালীন মোবাইল, মানিব্যাগ, সানগ্লাসসহ যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশের সময় প্রধান ফটকে শিক্ষার্থীদের তল্লাশি করা হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের তালিকাভুক্ত সংশ্লিষ্ট বিশেষ ব্যক্তি ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। ভর্তি পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, র্যাব, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি  এবং রোভার স্কাউট নিয়োজিত থাকবে।

এছাড়া পরীক্ষার দিন আকাশ মেঘাচ্ছন্ন বা বৃষ্টি আসার সম্ভাবনা থাকলে পরীক্ষার্থীদের ছাতা নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে ও আশেপাশে ১৪৪ ধারা জারি থাকবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!