• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাবিতে ‘আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক সেমিনার সম্পন্ন


শাবি প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৮:০৪ পিএম
শাবিতে ‘আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক সেমিনার সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ’সাস্ট ক্যারিয়ার ক্লাব’র স্কুল অব্ রিসার্চ ডেভেলপমেন্ট ও ঢাকাস্থ ইউএস অ্যাম্বাসির যৌথ সহযোগিতায়‘ আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলে (আইকিউএসি) এ সেমিনার শুরু হয়।

এসময় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএস অ্যাম্বাসির পাবলিক ডিপ্লোমেসি শাখার পাবলিক এঙ্গেজমেন্ট এসিসট্যান্ট বিমল নক্রেক ও এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর রিফাত স্বপ্নীল। এ সময় সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোজাম্মেল হক ও সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সেমিনারে ইউএস অ্যাম্বাসির প্রতিনিধিরা আমেরিকার বিশ্ববিদ্যালয়, শিক্ষা কার্যক্রম ব্যবস্থা, র‌্যাংকিং, একাডেমিক সিভি, এসওপি ও রিকমেন্ডেশন লিখা, আমেরিকার প্রফেসরদের ইমেইল করা ও কোনো সেশনে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর রিফাত স্বপ্নীল বলেন, “২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী আবেদন করেন। আমেরিকায় পড়ালেখার পাশাপাশি চাকরির এবং নেটওয়ার্কিং এর সুযোগ সুবিধা অনেক বেশি এবং বিশ্বমানের।”

Link copied!