ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে ‘দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন’ বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) অনুষদের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মিলনায়তনে এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে চেক তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
এসময় অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবান, প্রাক্তন শিক্ষার্থী ও সমাজসেবকদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রাজিয়া বেগম, ‘দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন’র সভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব এবং সহ-সভাপতি মো. আতাউর রহমান প্রধান বক্তব্য রাখেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মো. নূর-এ-আলম সিদ্দিক সাইমন এবং মাহিউল ইসলাম (ম্যানেজমেন্ট), মো. মাহবুব হাসান (একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), আবু বক্কর সিদ্দিক এবং মো. শিবলু হাসান (মার্কেটিং), মো. রাজা মিয়া (ফিন্যান্স), মুহাম্মদ আবু রায়হান (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স), মো. হাসান (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস), রাহুল বিশ্বাস (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) এবং ইলিয়াস তালুকদার (ইন্টারন্যাশনাল বিজনেস)
এর আগে, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ এবং ‘দবির- সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।