সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালনে সড়ক অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।
রোববার (১৪ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষক সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের সামনে সড়ক অবরোধ করেন কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় কর্মচারী সমিতির সভাপতি জামাল হোসাইন বলেন, “আমাদের এই আন্দোলন সরকার বা প্রশাসনের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন কুচক্রি মহলের বিরুদ্ধে। প্রত্যয় স্কিম বাতিল না হলে আমরা কেউই কর্মক্ষেত্রে ফিরব না।”
কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, “পেনশন আমাদের অধিকার। আমাদের সেই অধিকারে থাবা দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমরা এই ধরনের কাজ যৌক্তিক সিদ্ধান্ত মানি না।”
কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল কাদের ওরফে কাজী মনির বলেন, “প্রত্যয় স্কিমের নামে বিশ্ববিদ্যালয় গুলোতে নাজেহাল ও হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি কোনো অযৌক্তিক দাবি নয়। আমরা দেখেছি গতকাল আলোচনার নামে প্রহসন সৃষ্টি হয়েছে। আমাদের অধিকার আদায়ে প্রয়োজনে মহাসমাবেশ ডাক দিব। শিক্ষকদের বুঝ দেওয়া হয়েছে, তারা ক্লাসে ফিরলেও আমরা ফিরব না। প্রয়োজনে ইউজিসি ঘেরাও করব আমরা।”