• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

বাকৃবিতে উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরের পদত্যাগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৫:১৮ পিএম
বাকৃবিতে উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরের পদত্যাগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এমদাদুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ ড. সাইদুর রহমান এবং প্রক্টর ড. মো. আজহারুল ইসলাম পদত্যাগ করেছেন।

রোববার (১১ আগস্ট) ড. এমদাদুল হক চৌধুরী শারীরিক অসুস্থতা এবং পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ সচিবালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।

একইদিনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাইদুর রহমান তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতির কারণে ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন।

অন্যদিকে, মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম পদত্যাগ করেন।

এর আগে, সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির প্রেক্ষিতে শেখ হাসিনার দেশ ত্যাগের পরপরই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য ব্রহ্মপুত্র নদ হয়ে পালিয়ে যান। এরপর আর তিনি বাকৃবিতে আসেননি।

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুলাই সকালে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী সদ্য বিদায়ী ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসানের স্থলাভিষিক্ত হন।

Link copied!