• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৩:০৯ পিএম
নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন পদত্যাগ করেছেন। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাখাওয়াত হোসেন বলেন, “সকাল সাড়ে ১০টায় ভিসি অধ্যাপক দিদারুল আলম ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগের বিষয়টি আমাদের জানিয়েছেন। আমাদের ৮ দফা দাবির প্রায় দাবির সঙ্গে ভিসি সহমত পোষণ করেছেন। পর্যায়ক্রমে সেই দাবিগুলোও মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।” 

জানা যায়, মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অব্যাহতিসহ ৮ দফা দাবিতে কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারিরা। সোমবার নোবিপ্রবির উপাচার্য বরাবর ৮ দফা দাবির কথা উল্লেখ করে একটি স্মারকলিপি দেওয়া হয়।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!