• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

শিক্ষকদের বদলি নিয়ে যা জানাল মাউশি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৫:৩০ পিএম
শিক্ষকদের বদলি নিয়ে যা জানাল মাউশি
লোগো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির সফটওয়্যার জুন মাসের মধ্যে তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির সভায় এ রোডম্যাপ ঘোষণা করা হয় বলে জানা গেছে।

মাউশির উপপরিচালক (মাধ্যমিক-২) মো. ইউনুছ ফারুকী বলেন, ‘বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, সে অনুযায়ীই বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। অর্থাৎ আমরা অক্টোবর থেকেই বদলি চালু করতে চাই। এ জন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে।’

কত দিনের মধ্যে সফটওয়্যার তৈরি করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে মাউশির মাধ্যমিক শাখার এ কর্মকর্তা জানান, ‘আমাদের পরিকল্পনা হলো মে থেকে জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করার। সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমাদের একটি উইংকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এদিকে দীর্ঘ অপেক্ষার পর বদলির সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু হওয়া অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে বদলি চাই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে বদলি বাস্তবায়ন চাই।’

Link copied!