শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, নতুন ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:৫৮ পিএম
শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, নতুন ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের
তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান। ছবি : সংগৃহীত

‘তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই’, শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন তিতুমীরের আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কঠোরভাবে পালনের ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে দুপুরে শিক্ষা উপদেষ্টা বলেন, “৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।”

এরপর শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, ‘এখন মানে এখনই ব্যারিকেড। সবাই তাহবান্দে আসুন’, ‘দাবি আদায়ের এক পথ, রাজপথ রাজপথ’, ‘সবাই আমতলী মুভ করেন, সড়ক ও রেল অবরোধ হবে’, ‘কাল নয় আজই ব্যারিকেড হবে, এখন মানে এখনই। সবাই দ্রুত চলে আসুন’।

আন্দোলনরত শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, “আপনাদের (সরকারের) খামখেয়ালি আমাদের রাজপথে আন্দোলনে নামাতে বাধ্য করছে। আমাদের আন্দোলনের ফলে সৃষ্টি হওয়া জনদুর্ভোগের জন্য আপনারা দায়ী।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!