ইবিতে ‘আদর্শ যুবসমাজ গঠনে রাসুলুল্লাহ (সা.)-এর ভূমিকা’ শীর্ষক সেমিনার


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৩:১৯ পিএম
ইবিতে ‘আদর্শ যুবসমাজ গঠনে রাসুলুল্লাহ (সা.)-এর ভূমিকা’ শীর্ষক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‍‍‘আদর্শ যুবসমাজ গঠনে রাসুলুল্লাহ (সা.)-এর ভূমিকা‍‍` শীর্ষক এমফিল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ নভেম্বর) বেলা ১২টায় দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ধর্মতত্ত্ব অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্যাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। 

এতে বিশেষ অতিথি ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ। 

এ ছাড়া আলোচক ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলী ও অধ্যাপক ড. তরীকুল ইসলাম। 

এ সময় একই বিভাগের ড. এস এম রেজওয়ান, ড. গোলাম মাওলা, ড. হুসাইন আহমাদ, ড. মো. সোলাইমান,  ড. মাসউদ আল মাহদী, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, একই বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম সিদ্দিকী, ড. এ বি এম  জাকির হোসেন ও ড. এ কে এম রাশেদুজ্জামান, আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাছির উদ্দিন, ড. জাকির হুসাইন ও  ড. ময়নুল হক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. শামছুল হক ছিদ্দিকী ও  ড. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ২৮ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

দাওয়াহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অালী উল্যাহর তত্ত্বাবধায়নে বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মো. নাসরুল্লাহ ‍‍`আদর্শ যুবসমাজ গঠনে রাসূলুল্লাহ (স.) এর ভূমিকা‍‍` শিরোনামে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

Link copied!