বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ২৭ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র্যাগিং করে শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
সোমবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ওই হলের প্রভোস্ট অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে সোহরাওয়ার্দী হলের টিভি রুমে নবীন শিক্ষার্থীদের র্যাগিং করা হয়। এসময় প্রথম ও দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী নবীনদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন অদ্ভুত শাস্তি দেয়। এসব শাস্তির মধ্যে ছিল—১০ রকমের হাসি দেওয়া, ১০ রকমের সালাম দেওয়া, গাছে ঝুলে থাকার অভিনয়, নাচ করা ইত্যাদি। এমন পরিস্থিতিতে ভীত হয়ে এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন রোববার (১২ জানুয়ারি) রাতে হল পরিদর্শন করে এবং গেস্টরুম পরিচালনায় জড়িতদের চিহ্নিত করে। এরপর ওই হলের ২৭ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বাকৃবি সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, “সোহরাওয়ার্দী হলের ঘটনায় ৫২ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জন সোহরাওয়ার্দী হলের ছাত্র ছাত্র আর বাকিদের এটাচমেন্ট অন্য হলে। কিন্তু তারা সোহরাওয়ার্দী হলে থাকে। সোহরাওয়ার্দী হলের ২৭ জনকে হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এবং অধিকতর শাস্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতে প্রেরণ করা হবে। যারা এই হলের ছাত্র না কিন্তু অবৈধভাবে থাকে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।”