• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০১:২০ পিএম
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু
প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু। ছবি: সংগৃহীত

সারা দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে শিক্ষার্থীদের জন্য অনলাইন আবেদনের নির্ধারিত ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়।

চলতি বছর মাধ্যমিকে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক সিম ব্যবহার করে এই ফি পরিশোধ করতে হবে। আবেদন প্রক্রিয়া আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি করা হবে। লটারির পর আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া; চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

প্রথম ধাপের অপেক্ষমাণ তালিকা থেকে ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে। দ্বিতীয় ধাপের তালিকা থেকে ভর্তি চলবে ২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত।

শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদাভাবেhttps://gsa.teletalk.com.bd/এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবে।

প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গত ২৯ অক্টোবর ভর্তির বিস্তারিত প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করেছে।
 

Link copied!