• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিএসসির চেয়ারম্যান হলেন ঢাবি শিক্ষক


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৩:২২ পিএম
পিএসসির চেয়ারম্যান হলেন ঢাবি শিক্ষক
অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। ছবি : সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

বুধবার (৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি (মোবাশ্বের মোনেম) দায়িত্ব গ্রহণের তারিখ হতে ৫ বছর অথবা তার আগে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।

পিএসসির সাবেক চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন মোবাশ্বের মোনেম।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদ্য সাবেক চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্যসহ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

Link copied!