ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো ইফতার পার্টি না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ।
এতে বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ সাধারণ শিক্ষার্থীরা ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করায় মর্মাহত হন। এর প্রতিবাদে প্রথম রমজানে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় গণইফতার কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
এসময় দলে দলে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়।
গণইফতার কর্মসূচিতে অংশগ্রহণ করা মাহমুদুল নামের এক শিক্ষার্থী জানান, “বিশ্ববিদ্যালয় প্রশাসন এরকম যুক্তিহীন সিদ্ধান্ত মুসলিম উম্মার অনুভূতিতে আঘাত করেছে। পাশাপাশি বাঙালির চিরাচরিত মুসলিম সংস্কৃতির ওপর হস্তক্ষেপ করেছে। আমরা এই কর্মসূচির মাধ্যমে প্রশাসনকে সতর্ক করতে চাই, ভবিষ্যতে যেন এরকম কোনো সিদ্ধান্ত না নেয়। যা মুসলিম জাতির ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।”
কর্মসূচিটিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।