• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৪:৩৩ পিএম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ছবি : সম্পাদিত

গত ৩১ আগস্ট অনলাইন সংবাদমাধ্যম ‘সংবাদ প্রকাশে’ “জবিতে ‘সমন্বয়ক’ পরিচয়ে ছাত্রলীগের চাঁদাবাজি-দখলবাজি” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাকসুদুল হক ও মো. রাশিদুল ইসলা।

প্রতিবাদলিপিতে তারা দাবি করেন, প্রকাশিত সংবাদে তাদের জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ‘মিথ্যা ও বানোয়াট’।

এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন, “প্রকাশিত সংবাদে চাঁদাবাজি ও দখলবাজি করার কথা বলা থাকলেও আমরা এ বিষয়ে বিন্দু পরিমাণ অবগত নই। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে থেকে আন্দোলন করেছি এবং সাম্প্রতিক বন্যায় বন্যার্তদের সহযোগিতায় যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছি। আমরা কোনো চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত নই। তবে অন্যরা এর সঙ্গে জড়িত কি না এ বিষয়ে আমরা অবগত নই।”

প্রতিবাদলিপিতে তারা আরও বলেন, “এই সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। আমরা এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনে উল্লেখিত তথ্য ঘটনায় সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া গেছে। মনগড়া কিংবা নিজস্ব কোনো তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি। উপযুক্ত প্রমাণের ওপর ভিত্তি করেই প্রতিবেদনটি করা হয়েছে। যেসব প্রমাণ প্রতিবেদকের হাতে রয়েছে।

Link copied!