বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ও সংগঠনটির সাবেক সভাপতি এস এম সুইট, বিশ্ববিদ্যালয়ের ঐক্যমঞ্চের আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ, সংগঠনটির সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইমনসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
কর্মসূচি নিয়ে সংগঠনটির সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, “গণ-আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে চব্বিশের বিজয়কে উদযাপন উপলক্ষে আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি। শহীদদের প্রতি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকেই এ মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে।”
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় এস এম সুইট বলেন, “গ্রিন ভয়েসের এ বৃক্ষরোপণ কাজটি একটা মহৎ কাজ। শহীদদের স্মরণে আমরা উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। সেখানে তারা এমন উদ্যোগ নিয়েছে, যা অবশ্যই প্রশংসনীয়।”