• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

জাবিতে বাঁধনের বৃক্ষরোপণ কর্মসূচি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৫:০৪ পিএম
জাবিতে বাঁধনের বৃক্ষরোপণ কর্মসূচি

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর রজতজয়ন্তী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জোনের আ ফ ম কামালউদ্দিন হল ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হল প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এসময় বিভিন্ন ফল, ফুল এবং ওষুধি জাতের বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আ ফ ম কামালউদ্দিন হলের হাউজ টিউটর এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক শিবলী নোমান ও সহকারী রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন তালুকদার।

এছাড়াও বাঁধনের আ ফ ম কামালউদ্দিন হল ইউনিটের সভাপতি মুজতাহিদ, সাধারণ সম্পাদক শুভ মাহমুদ, হল ইউনিটের উপদেষ্টাবৃন্দ ও হলের বাঁধনকর্মীরা উপস্থিত ছিলেন।

‘একের রক্ত, অন্যের জীবন’ এই স্লোগানকে ধারণ করে সামাজিক আন্দোলন হিসাবে স্বেচ্ছায় রক্তদানের জন্য ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধনের যাত্রা শুরু হয়। আগামী ২৪ অক্টোবর সংগঠনটির ২৫ বছর পূর্ণ হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!