ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি বিভাগ, ফার্মেসি অনুষদ এবং ফার্মেসি ক্লাবের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘ফার্মাফেস্ট-২০২৩’ শুরু হয়েছে। এতে ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষকসহ ফার্মাসিস্ট, ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত এ ফেস্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, “দেশের ওষুধ শিল্পকে আরও এগিয়ে নিতে এ রকম যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
উচ্চশিক্ষাকে অর্থবহ করে তুলতে গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এ ক্ষেত্রে ইন্ডাস্ট্রি একাডেমিয়া সম্পর্ককে আরও জোরদার করতে হবে এবং জ্ঞান-বিজ্ঞানের সকল শাখার মধ্যে সমন্বয় ঘটাতে হবে। দেশের মানুষের স্বাস্থ্য সেবায় ফার্মাসিস্টদের ভূমিকা তুলে ধরতে এবং শিক্ষার্থীদের আরও দক্ষ ও অভিজ্ঞ করে তুলতে এই ফেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান এবং ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসির শাহরিয়ার জাহিদি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার বাব্বুর রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি ক্লাবের সভাপতি সারা সুলতানা।
অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন এবং বক্তৃতা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে এই ফেস্ট।