• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার স্কলারশিপ নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ‘সুখবর’ দিল পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৭:৪১ পিএম
এবার স্কলারশিপ নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ‘সুখবর’ দিল পাকিস্তান
বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় পতাকা হাতে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক নতুন করে শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন খাতে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছে। সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রামে এসেছে একটি পণ্যবাহী জাহাজ। এবার স্কলারশিপ নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ‘সুখবর’ দিয়েছে পাকিস্তান।

সম্প্রতি বাংলাদেশের ১০০ শিক্ষার্থীর জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই স্কলারশিপের বিষয়ে অনুমোদন দিয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

সামা টিভির তথ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে ১০০ বাংলাদেশিকে শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চশিক্ষা নেওয়ার পথ সুগম হলো।

একটি সূত্রের বরাতে সামা নিউজ জানায়, ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার স্কলারশিপের বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছেন। সরকারের অনুমোদনের পর এখন স্কলারশিপ দেওয়ার জন্য পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব পোর্টালে যুক্ত করবে।

Link copied!