জিম ও’শাগনেসি নামক এক ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত ওশাগনেসি ভেঞ্চারস্ নামের এক প্রতিষ্ঠান সারা বিশ্বের যেকোনো দেশের যেকোনো মানুষের জন্য দিচ্ছে ওশাগনেসি ফেলোশিপ। ও’শাগনেসি ফেলোশিপটির লক্ষ্য হলো পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান মানুষদের আকর্ষণ করা এবং তাঁদের সৃষ্টিশীল কাজের অগ্রযাত্রায় উৎসাহ ও সহযোগিতা প্রদান করা। এ ফেলোশিপের আওতায় ২০ জনকে দেওয়া হবে এক বছরের জন্য যেকোনো কিছুর ওপর কাজ করার জন্য ২ কোটি ১৯ লাখ টাকা (২ লাখ মার্কিন ডলার)।
সম্প্রতি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানা যায়, গত ২০২৩ সালে তারা পাঁচজন ব্যক্তিকে প্রায় ১০ লাখ ৯৫ হাজার টাকা করে মোট ৫৫ লাখ টাকা (৫০ হাজার মার্কিন ডলার) দিয়েছিল। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে প্রোগ্রামটিকে আরও বড় পরিসরে ২০ জনকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হচ্ছে, এমন কোনো কাজ যাতে আপনি যেমন ট্যালেন্টেড, তেমনি খুবই নিবেদিত এবং এই কাজটিকে আপনি মনে-প্রাণে করবেন এবং আপনি বিশ্বাস করেন যে আপনার কাজ পৃথিবীর বুকে অনেক অনেক বছর যাবৎ মানুষের মাঝে বেঁচে থাকবে।
যেমন, কোনো চিত্রকর্ম, সংগীত, কোনো ছবি, কোনো কম্পিউটার প্রোগ্রাম, কোনো নতুন পণ্য, গভীর কোনো বৈজ্ঞানিক গবেষণা, অসামান্য কোনো সাংবাদিকতা, প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি), ভাস্কর্য ইত্যাদি। হতে পারে পেনিসিলিনের মতো যুগান্তকারী কোনো বৈজ্ঞানিক আবিষ্কার।
শিক্ষাগত যোগ্যতা
দেশ, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম-বর্ণ ইত্যাদির কোনো বাধ্যবাধকতা নেই। যেকোনো দেশের যে কেউ আবেদন করতে পারবেন।
এই ফেলোশিপের জন্য কোম্পানি থাকা লাগবে না। এই ফেলোশিপ ব্যক্তিবিশেষের জন্য।
বয়স
১৮ বছরের বেশি বয়সী যে কেউ আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে এই ঠিকানায় forms.osv.llc/fellowships2024.
আবেদনের শেষ সময়
৩০ এপ্রিল ২০২৪
বিস্তারিত জানতে ভিজিট করুন: osv.llc/oshaughnessy-fellowships