• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

বাকৃবির আইকিউএসির নতুন পরিচালক মাছুমা হাবিব


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৫:৪৪ পিএম
বাকৃবির আইকিউএসির নতুন পরিচালক মাছুমা হাবিব
অধ্যাপক ড. মাছুমা হাবিব। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মাছুমা হাবিব।

বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অফিসে এ বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উচ্চ শিক্ষা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো হাম্মাদুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকার, বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হারুন-অর- রশিদ,  ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার রহমান, গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট ও বিভিন্ন অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সময় অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, “আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, সবার সহযোগিতা পেলে তা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আমার সঙ্গে যে দুই সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, তারা সুযোগ্য।”

মাছুমা হাবিব আরও বলেন, “আমি আশা করছি, তাদের নেতৃত্বে এবং সবার সহযোগিতায় আইকিউএসি দুর্বার গতিতে এগিয়ে যাবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

Link copied!